সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ (১৫ সেপ্টেম্বর)।
পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।
এই বছরের এসএসসি পরীক্ষা 19 জুন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা সমস্ত প্রস্তুতিকে ব্যাহত করে, কর্তৃপক্ষকে পরীক্ষা স্থগিত করতে প্ররোচিত করে।
এবারের এসএসসি পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে। সংশোধিত রুটিনে পরীক্ষার সময় হবে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা এবং পরীক্ষা শুরু হবে সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টায়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে সারাদেশে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস